[ম্যাক নিউজ রিপোর্ট:-কুমিল্লা প্রতিনিধি]


কুমিল্লা নগরীর রাজগঞ্জে লো‌টো জুতার শো-রুমে ভয়াবহ অ‌াগু‌নে পু‌ড়ে ছাই। অ‌গ্নিকা‌ন্ডে অর্ধ‌কো‌টি টাকা ক্ষয়ক্ষ‌তি সা‌ধিত হ‌য়ে‌ছে। আগুন নেভা‌তে গি‌য়ে ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত হ‌য়ে‌ছে। আহত‌দের কু‌মিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। বুধবার (৩১ মে) রাত ৭ টা ৪০ মিনিটের দিকে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘটে‌ছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ২ ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সা‌র্ভিস বল‌ছেন প্রাথ‌মিক ভা‌বে ক্ষয়ক্ষ‌তি নিরুপন করা যায়‌নি।


শো-রুমের ম্যানেজার মোহাম্মদ শুভ জানান,আগুন লেগে মুহুর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে শো-রুমের প্রায় ৯০ লাখ টাকার মতো মালামাল ছিলো। প্রায় সব মালামালই পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরী করেছে। না হয় ক্ষয়ক্ষতি হয়তো আ‌রো কম হতো।


ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলা সহকারী পরিচালক
তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা কর‌ছে ফায়ার সা‌র্ভিস। এ‌দি‌কে গত ৬ মাস আগে রাজমনি হোটেলের সাথে হারেছ বে‌ডিং‌স্টো‌র দোকা‌নে আগুন লেগেছিল। লো‌টো শো-রুমের ম্যানেজার মোহাম্মদ শুভ ও মা‌লি‌কের দাবী প্রায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমান প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *