[ম্যাক নিউজ রিপোর্ট:-কুমিল্লা প্রতিনিধি]


কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত মে মাসে কুমিল্লায় মোট ৫৪১টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ৮টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৪০টি, রাহাজানি-দস্যুতা ৪টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। মে মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৮০টি। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায়, জিবির নামে চাঁদা উঠানো, বাজার মনিটরিং, মাদকদ্রব্য স্পট মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন, ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্ধার পৌরসভা ও ইউপি নির্বাচন, বেসরকারী হাসপাতালের এম্বুলেন্সের অবৈধ পার্কিং, হাসপাতালের পার্কিং, যানজট নিরসন, গুজব, গরু বাজার মনিটরিং, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *