[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী রাস্তার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা নামক স্থানে ঝোঁপের মধ্যে তিনটি ট্রাভেল ব্যাগ থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) সকালে কুমিল্লা হাইওয়ে পুলিশ এই গাঁজা উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মিয়াবাজার হাইওয়ে থানার এসআই টিপু রায় সঙ্গে ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী রাস্তার আমানগন্ডা নামক স্থানে ঝোঁপের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় তিনটি ট্রাভেল ব্যাগে মোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।