[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৪ জুন ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত রওশন এর ছেলে মোঃ সোহেল (৩০) এবং ২। একই থানার গাজীপুর গ্রামের আক্তার হোসেন এর ছেলে আনোয়ার হোসেন (২৭)।
অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।
——স্বাক্ষরিত——
এ কে এম মুনিরুল আলম
স্কোয়াড্রন লীডার
কোম্পানী কমান্ডার
র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লা