[ম্যাক নিউজ রিপোর্ট:- মোঃ মোশারফ আলম ত্রিশাল,ময়মনসিংহ]
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
১৪ই জুন বুধবার সকালে ত্রিশাল পৌরসভার সভা কক্ষে পৌরসভার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় ২১ কোটি ৯৮লাখ ২৫ হাজার ৪শত ৬৪ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মানিক সাইফুল, ১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গণি কুসুম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির,৮নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান (বাবুল),১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা আক্তার মিনা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীনসহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন, পৌরসভার টি এল সিসির সদস্যবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবারের বাজেট আলোচনায় উপস্থিত সবাই জনকল্যাণময় বাজেট বরাদ্ধ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।