[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লার বরুড়ার গালিমপুর এলাকায় এক গাজার বাগান আবিষ্কার করেছে পুলিশ। সেখান থেকে ত্রিশটি গাঁজা গাছ সহ বাগানের মালিক পেয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাজা গাছের ওজন আনুমানিক ২৪ কেজি বলে জানিয়েছে বরুড়া থানা পুলিশ।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গালিমপুর এলাকার একটি নিরিবিলি বাগানবাড়িতে মঙ্গলবার মাঝ রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাগান থেকে ত্রিশটি তরতাজা গাজা গাছ অস্বীকার উদ্ধার করে পেয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। তার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ পলাতক রয়েছে। সবুজকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
পুলিশ আরো জানায়, পেয়ারা বেগম ও তার ছেলে সবুজ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। ঐ তথ্য পেয়েই পুলিশ সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে থা গ্রহণ করা হচ্ছে।