[ম্যাক নিউজ রিপোর্টেঃ-মোশারফ আলম ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি]
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় বেশ কয়েকটি বাজার দীর্ঘদিন যাবৎ মহাসড়কে যানজট ও জনভোগান্তি সৃষ্টির পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। বিগত ঈদ-পূর্ববর্তী মহাসড়ক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভুঞা, পিপিএম মহোদয়ের প্রতিশ্রুতি ছিল এই বাজারগুলো অপসারণের মাধ্যমে জনভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
এই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ২১ ও ২২ জুন ২০২৩ তারিখ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার পারষ্পরিক সমন্বয়ের মাধ্যমে ভালুকা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সীডষ্টোর বাজার থেকে স্কয়ার মাষ্টারবাড়ী পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করে প্রায় ৪০০-৫০০ অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। এই চমৎকার ও সময়োচিত উদ্যোগের ফলে মহাসড়কে প্রায় ২৫-৩০ কিলোমিটার এলাকায় হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক অবৈধ স্থাপনা ও বাজার অপসারণ করা সম্ভব হয়েছে সর্বসাধারণের ভোগান্তি বহুলাংশে লাঘব করবে বলে আশা করা যায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এই কর্মকান্ড অব্যাহত থাকবে।