[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছাতিপট্টি এলাকায় লাল রংয়ের একটি ব্যাটারী চালিত অটোরিক্সা (ইজি বাইক) সহ ১। মোঃ লিমন হোসেন (২৩), ২। মোঃ সুজন (২২) ও ৩। মোঃ গিয়াস উদ্দিন (২২) কে আটক করে। পরবর্তীতে আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামীদের দেহ ও তাদের বহনকৃত অটোরক্সাটি তল্লাশী করে

৪৫০০ (চারহাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতাকৃত আসামীরা হল- ১। মোঃ লিমন হোসেন (২৩), পিতা- নুরু মিয়া, গ্রাম- মতিনগর (উত্তর পাড়া-কুদ্দুস হুজুরের বাড়ীর উত্তর পাশে), থানা- কোতয়ালী মডেল, ২। মোঃ সুজন (২২), পিতা- আবু তাহের, সাং- ধানসিড়ি, বউ বাজার (রুবিনার বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোতয়ালী মডেল, ৩। মোঃ গিয়াস উদ্দিন (২২), পিতা- মোঃ সফিক, সাং- ধানসিড়ি, বউ বাজার (মনিরের বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোতয়ালী মডেল, সর্ব জেলা- কুমিল্লা। গ্রেফতাকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তারা সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে রাজগঞ্জ একজন ব্যক্তির নিকট যাচ্ছিল। এছাড়াও আসামী মোঃ লিমন হোসেন (২৩) ও মোঃ সুজন (২২) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মাদক মামলা বিচারাধীন আছে মর্মে জানা যায়।

এতদাসংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৮৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। মাদক কারবারী, জাল টাকার ব্যবসা, চোরাকারবারী, এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *