[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকা থেকে ৭০ কেজি গাঁজা’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৭০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী ফিরিঙ্গির হাট গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মোঃ আতিকুর রহমান প্রকাশ্যে আতিক হাসান (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।