[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
গত ০৮/০৭/২০২৩খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন গোমারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম- ১। মোঃ মহিন (৩০), পিতা- মৃত শাহদাত, মাতা-মৃত হনুফা বেগম, গ্রাম-গোমারবাড়ী (হলবান বাড়ী), ২। মোঃ রিপন (২৮), পিতা- কবির আহাম্মদ, মাতা-আছিয়া খাতুন, গ্রাম-গোমারবাড়ী (সামবাসী বাড়ী), উভয় থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা বলে জানা যায়। জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অপর আরেকটি টিম কোতয়ালী মডেল থানাধীন শাহী ঈদগাঁহ এলাকায় চেকপোষ্ট করাকালীন সময়ে একটি ব্যাটারি চালিত
অটোরিক্সা তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ মোঃ মাসুম খন্দকার (২৪), পিতা-মৃত ফারুক, মাতা-মাজু বেগম, গ্রাম-বারপাড়া (মধ্যা পাড়া-মফিজের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা, সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। এছাড়াও আসামী মোঃ মহিন (৩০) এর বিরুদ্ধে ০৫টি , আসামী মোঃ রিপন (২৮) এর বিরুদ্ধে ০২টি এবং আসামী মোঃ মাসুম খন্দকার (২৪) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। আসামী মোঃ মহিন (৩০) এবং ২। মোঃ রিপন (২৮)’দ্বয়ের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং- ১৭ , ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(খ) রুজু করা হয় এবং অপর আসামী মোঃ মাসুম খন্দকার (২৪) এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৭, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(খ) রুজু করা হয়। মাদক কারবারী, চোরাকারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।