[ম্যাক নিউজ রিপোর্ট:- মাহফুজ নান্টু, কুমিল্লা]
মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দি এলাকার হাজী আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। বর্তমানে তারা পলাতক রয়েছেন।
বিচারক তাদের মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্ত বাকি চার আসামিকে খালাস দেয়া হয়। কুমিল্লা আদালত পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, হাজী আব্দুল করিম তিনটি বিয়ে করেন। দণ্ডপ্রাপ্ত তিন ছেলেই তার প্রথম স্ত্রীর সন্তান। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের জমি নিয়ে ঝামেলা হয়।
২০১৩ সালের ২৬ আগস্ট সকালের দিকে এ বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা বাবা হাজী আব্দুল করিমের ওপর হামলা করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়ের করেন তৃতীয় স্ত্রী সাফিয়া বেগম ।