[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

অদ্য ১৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকার সময়

জেলা গোয়েন্দা শাখার একটি টিম কোতয়ালী মডেল থানাধীন ০৬ নং জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালে একটি নাম্বার বিহীন হলুদ রংয়ের পিকআপ গাড়ী সন্দেহ জনকভাবে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটি আটক করে।

উপস্থিত লোকজনের সামনে পিকআপ গাড়ীটির পিছনে তেরপাল দিয়ে ডাকা কাঠের গুরাভর্তি বস্তার মধ্যে তল্লাশী করে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগী ০১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম- ০১। আবু হানিফ (২৭), পিতা- নজির ইসলাম, সাং- ফুলতলী (মধ্যপাড়া, সুবেদার বাড়ি), ০২। হৃদয় হাসান জহির (২৩), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- নলকুরি (পশ্চিমপাড়া, বারেক মেকার বাড়ি), উভয় থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উল্লেখিত মাদকদ্রব্য ফেন্সিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এসআই তুষ্টলাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *