[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]


পুলিশ চেকপোস্টে থামার জন্য সিগন্যাল দিতেই গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারি সুমন। অতঃপর উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। বিশেষ কায়দায় গাড়ির সামনের বাম্পারে স্কসটেপ পেচানো ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় পিকাপ থেকে।

১৫ জুলাই দুপুর ১২টায় কুমিল্লা বুড়িচং থানার বাকশিমুল ইউয়নের খাড়েরা এলাকায় সড়কে বসানো পুলিশ চেকপোষ্টে ঘটে এঘটনা। বুড়িচং থানার এসআই মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিতিত্তে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বুড়িচংথানাধীন ২ নং বাকশীমুল ইউনিয়নের খাড়েরা এলাকায় বাগড়া টু কুমিল্লাগামী রাস্তার মুনাফ ফিলিং স্টেশনের সামনের রাস্তা দিয়ে গাড়ীযোগে যাচ্ছে। চেকপোষ্ট স্থাপন করে পিকাপ (ঢাকা মেট্টো-ন ২০-৩৪২৬) গাড়ীর চালকে থমতে সিগন্যাল দেই। গাড়ি থামিয়েই দৌড়ে পালানো সময় সঙ্গীয় ফোর্সের সহায়তা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে আসামীর দেখানো স্থান পিকাপ এর সামনের অংশে বিশেষ কায়দায় স্কসপেট দিয়ে আটকানো ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আটককৃত মাদক কারবারি সুমন (৩১) বুড়িচং উপজেলার খাড়েরা গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে। মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকাপ গাড়িটি জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *