[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার হোমনায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি নম্বরবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোমনা শ্রীমদ্দি সড়কের হোমনা সরকারি কলেজের সামনে এবং জলিল চেয়ারম্যানের বাড়ির সামনে চেকপোষ্ট বসিয়ে পৃথক এ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এবং মাদক পাচারে ব্যবহৃত দুইটি সিএনজি জব্দ করা হয়।
পরে র্যাব-১১ এর এস আই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে হোমনা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪ ও ৫ তারিখ১৮/৭/২০২৩ ইং
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হলো অজিত বর্মন (২৫) পিতামৃত সুরেশ বর্মন, গ্রা- ছোট নাগাইশ, উপজেলা-ব্রাহ্মনপাড়া,জেলা-কুমিল্লা, মো. তাইজুল ইসলাম ওরফে তাজু(৩৭) পিতা আনছার আলী, গ্রাম শ্রীমদ্দি( সরকার বাড়ি), হোমনা কুমিল্লা ও মো.ফরহাদ(২৩) পিতা মো. আবুল হোসেন, গ্রাম শ্রীমদ্দি( জলিল চেয়ারম্যানের বাড়ি) হোমনা,কুমিল্লা
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ১৪(৭)/৩৮ ধারায় থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।