[ম্যাক নিউজ রিপোর্ট:-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার বরুড়া উপজেলায় সিএনজি অটোরিক্সা চুরি করার সময় মলমপার্টির ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। চোরাইকৃত একটি সিএনজিঅটোরিক্সা জব্দ করেছে।
রোববার রাত আড়াই টার সময় জেলার বরুড়া পৌর এলাকার তলাগ্রাম থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন আসামী রাসেল (২৭), সেলিনা আক্তার প্রঃ শিল্পী (৪৫), মোঃ লিটন মিয়া (২৩), মোঃ সুমন (৩০), মোঃ মারুফ ওরফে আশিক (৩১), সুমাইয়া ওরফে শিউলী (১৯)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন।
জানা যায়, রোববার রাতে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভাস্থ তলাগ্রাম এলাকার ভাউয়াল বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি সিএনজি দেখতে পেয়ে তল্লাশী চালায় থানা পুলিশ। এ সময় ৬ জনকে আটক করে। ৬ জনই চুরি করার চেষ্টা করছিল।