[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধ।]

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাঠ সংগঠক রাহেলা আক্তারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লায় মামলা হয়েছে। দুদক কুমিল্লার উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে ওই মামলা করেন।

রাহেলার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতল গ্রামে। তিনি ওই গ্রামের রেহানুল করিম খন্দকারের স্ত্রী।

অভিযোগ প্রসঙ্গে রাহেলার মুঠোফোনে রাতে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। দুদক কুমিল্লার উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান খান বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় মাঠকর্মী রাহেলার বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *