[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

সরকারি তহবিল তছরুপের দায়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, সাবেক হিসাবরক্ষক ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর তিনজনের বিরুদ্ধে প্রায় দুই কোটি ৪১ লক্ষ টাকা অর্থ আত্মসাতের মামলা করেছে দুদক।

মুলত: দুদক পরিচালিত তদন্তে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বাদী হয়ে অদ্য ২৭/০৭/২০২৩ তারিখে মামলা দায়ের করেন । যা দুদক সজেকা কুমিল্লা’র ০৩ নং মামলা।

মামলায় অভিযুক্তরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রতন কুমার সাহা (অব.), সাবেক হিসাবরক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান,( বর্তমানে প্রধান সহকারী, চর ভদ্রাসন সরকারি কলেজ, ফরিদপুর) ও অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর কাজী জাহাঙ্গীর আলম।

এই তিনজনের বিরুদ্ধে দুদক পরিচালিত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় সরকারি তহবিল দূর্নীতি ও প্রতারণার
মাধ্যমে আত্মসাত করার জন্য ফৌজদারী আইনে মামলা দায়ের করেছে জেলা দুর্নীতি দমন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও মামলার বাদী রাফী মোঃ নাজমুস্ সা’দাৎ।

তিনি জানান গত ১৫/০২/২০১৮ হতে ২১/০৬/২০১৯ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ থাকা কালিন বিভিন্ন সময়ে সর্বমোট ২,৪০,৯২,৯০৭ টাকা আসামীগণ কর্তৃক পরস্পর যোগসাজশে উত্তোলন ও আত্মসাতের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণের অপরাধ সংগঠিত করেছে।

যা ফৌজদারি অপরাধ সংগঠিত করায় দন্ডবিধি’র ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় বিচার যোগ্য দণ্ডনীয় অপরাধ বিবেচনায় দন্ডনীয় অপরাধ।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা দেখিয়েছেন যে, তারা ২২টি ভিন্ন খাতে ২ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা ব্যয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *