[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক।]
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে প্রবীন সাংবাদিক আবুল হাসানাত বাবুলকে সভাপতি, আসিফ তরুনাভকে সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেন জাকিরকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করেন বিদায়ী সভাপতি আবুল হাসানাত বাবুল। সভায় উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কুমিল্লা জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা করেন সাধারণ সভার প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অশোক বড়–য়া, যুগ্ম সম্পাদক সাদিক মামুন, কোষাধ্যক্ষ মাহাবুব আলম বাবু, সদস্য খায়রুল আহসান মানিক, খোকন চৌধুরী, কাজী শামিম, ইমতিয়াজ আহমেদ জিতু ও আবু মুছা।
সাধারণ সভায় আলোচনায় অংশ নেন- কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সদস্য মোতাহার হোসেন মাহাবুব, আশা রহমান, রাবেয়া আক্তার।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে একটি উজ্জল নাম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এই সমিতির সদস্যরা শুরু থেকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতাকে করেছেন সমৃদ্ধ। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।