[ম্যাক নিউজ ডেক্স]
সাপে কাটলে যা করতে হবে:
১. সাপে কামড়ানো ব্যক্তিকে প্রথমে খোলামেলা একটি জায়গায় নিয়ে দ্রুত শুইয়ে দিন। তারপর চারপাশের লোকজন সরিয়ে দিন, যাতে রোগী যথেষ্ট আলো-বাতাস পায়।
২. রোগীর জ্ঞান আছে কিনা—তা যাচাই করুন। জ্ঞান থাকলে কথা বলে তার মনোবল বাড়ান।
৩. শরীরের বর্ণ ও দংশনের স্থান ভালোভাবে পরীক্ষা করে জেনে নিন, সাপটি বিষধর কিনা। সাধারণত বিষধর সাপ হলে এক বা দুই দাঁতের কামড়ের চিহ্ন থাকবে। দুইয়ের অধিক দাঁতের কামড় থাকলে সাপটি বিষধর নয়।
৪. বেশি নড়াচড়া করলে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই রোগীকে নাড়ানো থেকে বিরত রাখুন।
৫. সাবান ও পরিষ্কার পানি দিয়ে রোগীর ক্ষতস্থানটি ভালোভাবে ধুয়ে দিন।
৬. হাত বা পায়ে কামড় দিলে ক্ষতস্থানে বাঁশ বা কাঠের চটা দিয়ে হালকাভাবে বাঁধুন। এটি বিষ শরীরে ছড়িয়ে যেতে বাধা দিবে।
৭. রোগীর হাতে বা পায়ে কোনো অলঙ্কার থাকলে তা খুলে ফেলুন।
৮. সাপে কাটা ব্যক্তিকে সারাক্ষণ সজাগ রাখার চেষ্টা করুন।
সাপে কাটলে যা করা যাবে না:
১. রোগীর দংশনের স্থান শক্তভাবে না বেঁধে হালকাভাবে বাঁধুন। কোন প্রকার টুর্নিকেট ব্যবহার করবেন না।
২. ক্ষতস্থানে কোনো প্রকার কাঁটা-ছেড়া করবেন না।
৩. ক্ষতস্থান মুখ দিয়ে চুষবেন না।
৪. ক্ষতস্থানটি কোনো প্রকার লতাপাতা, তৈলাক্ত বা ঘি জাতীয় কোনো কিছু লাগাবেন না।
৫. কাউকে সাপে কামড় দিলে ওঝা বা সাপুড়ের জন্য অপেক্ষা করবেন না।
রোগীকে যতদ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যান। কারণ যত তাড়াতাড়ি তাকে সেখানে পাঠানো যাবে, সুস্থ হওয়ার সম্ভাবনাও ততই বাড়বে। সর্পদংশন প্রতিষেধক ইনজেকশন জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়।