[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]

কুমিল্লার মনোহরগঞ্জে হাজিবাড়ি এলাকায় জমি লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে ভাইদের নিয়ে বাবাকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া) মোহাম্মদ সানোয়ার হোসেন। গতকাল সোমবার দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সহিদ উল্যাহ (৫৮)। তিনি উপজেলার কান্দি (হাজিবাড়ি) এলাকায় নিহত আব্দুল করিমের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, ২০১৩ সালের ২৬ আগস্ট কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কান্দি (হাজিবাড়ি) এলাকায় জমি লিখে না দেওয়ায় সহিদ উল্যাহ তাঁর অপর দুই ভাই মো. ফয়েজ উল্যাহ ও মো. অহিদ উল্যাহসহ তাঁদের বাবাকে পিটিয়ে হত্যা করেন।

এই ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ তদন্ত শেষে গ্রেপ্তার আসামি সহিদসহ অন্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই অভিযোগপত্রের ওপর ভিত্তি করে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ (৩য় আদালত) কুমিল্লা চলতি বছরের গত ১১ জুলাই সহিদসহ তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।

বাবা হত্যায় জড়িত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি অহিদ উল্যাহকে (৫৫) ১৭ জুলাই সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। সাজাপ্রাপ্ত তাঁদের আরেক ভাই এখনো পলাতক রয়েছেন।

গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি সানোয়ার আরও জানান, সহিদ উল্যাহ দীর্ঘ ১০ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যান্টি টেররিজম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *