[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, শেখ মুজিবুর রহমান একদিনে বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু। অন্যায়ের প্রতিবাদ করাই তাঁর স্বভাব ছিলো। ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, স্বজনদের নির্মমভাবে হত্যা করে ঘাতকরা ইতিহাসের জঘন্যতম অপরাধ ঘটিয়েছিল।
গোটা জাতি নির্মম হত্যাকাণ্ডের দিনটিকে শোকাভিভূত হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে। আজকে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর প্রত্যাশিত অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সেই চেতনার আলোয় আগামি প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
বুধবার (১৬ আগষ্ট) দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে।আর এনে দিয়েছেন মুক্তির স্বাধীনতা। আর তাই বাঙালির মুক্তিসংগ্রামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম একাকার হয়ে আছে, থাকবে।বাঙালির সবচেয়ে হৃদয়বিদারক ও শোকের দিন ১৫ আগষ্ট।এদিনটিতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করে থাকে বাঙালি জাতি।এই শোককে শক্তিতে পরিণত করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম নাসরিন জাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ।
কুমিল্লা বারের সভাপতি এডভোকেট আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু, কুমিল্লা জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক এডভোকেট ইউনূস ভূঁইয়া, জিপি এডভোকেট তপন বিহারী নাগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও সাবেক জেলা পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, স্পেশাল পিপি এডভোকেট আবদুল হামিদ মানিক ও কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।