[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লায় গাঁজা এবং ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ২২ আগস্ট ভোরে জেলার মুরাদনগর থানার নগরপাড় পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কুমিল্লা জেলার মুরাদনগর থানার নগরপাড় গ্রামের মৃত হাজী আব্দুল মান্নান সরকারের ছেলে স্বপন সরকার ওরফে সুমন (৩৩) এবং একই জেলার ব্রাহ্মণপাড়া থানার মাধবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নুরু মিয়া (৩৫)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
পৃথক অপর এক অভিযানে ২২ আগস্ট সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার হাড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কালিবাজার গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২২)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম বলেন- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার মুরাদনগর ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।