[ম্যাক নিউজ রিপোর্ট:-চৌদ্দগ্রাম প্রতিনিধি]
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি) শুভ রঞ্জন চাকমাকে বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২৪আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
চৌদ্দগ্রাম প্রেসক্লাবে সভাপতি আবদুল জলিল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একে এম মীর হোসেন,চৌদ্দগ্রাম প্রেসক্লাব সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সহ-সভাপতি আবু বক্কর সুজন,যুগ্ন-সাধারন সম্পাদক কামাল হোসেন নয়ন, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন, সদস্য ফখরুদ্দীন ইমন, মেহরাব অপি, মো:শরিফ, লাভলু, আবুল কাশেম মন্ডল প্রমুখ।
বিদায়ী অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা চৌদ্দগ্রামে কেটে যাওয়া ৭বছর জীবনের স্মৃতিচারণ করেন।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।এসময় চৌদ্দগ্রাম প্রেসক্লাবে পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।