[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
কোন মানুষটাকে আপনারা মেরে ফেললেন, যে মানুষটা সব সময় স্বপ্ন দেখতেন এ দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক, যিনি সব সময় ভাবতেন এ দেশের মানুষ ভালোভাবে থাকুক সুন্দরভাবে বসবাস করুক সেই মানুষটাকে হত্যা করার মধ্যে দিয়ে এ দেশের উন্নয়নকে থমকে দিয়েছিল। আমরা সৌভাগ্যবান আল্লাহর অশেষ রহমতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উনাার বোন শেখ রেহেনাকে হত্যা করতে পারে নাই।
বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা কাজ শুরু করেছেন ইতিমধ্যেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২১ সালের স্বপ্ন পূরণ করে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগুচ্ছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
তিনি আরও বলেন সামনেই আমাদের জাতীয় নির্বাচন সে নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ৪১ সালে আপনার সন্তান কোথায় যাবে, সে কি স্মার্ট বাংলাদেশের মালিক হবে, ইতিমধ্যেই স্মার্ট বাংলাদেশের ট্রেন কিন্তু রেডি, রেল লাইনের উপর ট্রেন উঠে গেছে, ট্রেনের ড্রাইভারও রেডি, সেই ৪১ এর ড্রাইভার হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনের বগিগুলোতে কে উঠবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনার। তাই আপনার সন্তান ৪১ সালের স্মার্ট বাংলাদেশের একজন ধনী নাগরিক হতে চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধু ও ঊনার পরিবারে শহীদ সদস্যদের আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও কুমিল্লা জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মুর্শেদুল আলমের সঞ্চালনায় শোক সভা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ জমাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচিপ এর মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলন, সাচিপ এর সাবেক সভাপতি ডাঃ মোঃ শহিদুল্লাহ, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ ডাঃ মহসীনুজ্জামান চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা কামাল আজাদ, পরিচালক মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ কুমিল্লা সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম প্রমুখ।