[ম্যাক নিউজ :-স্টাফ রিপোর্টার]
কুমিল্লায় হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ, হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের নবাগত পুলিশ সুপার খাইরুল আলম।
এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সততার সাথে দায়িত্ব পালন করে মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে নির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার বিষয়ে শুনে তা সমাধানেরও আশ্বাস দেন। নিরাপদ মহাসড়ক গড়তে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সহকারী পুলিশ সুপার নাসিম খান, সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের আওতাধীন ২২ টি হাইওয়ে থানার ওসি ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।