[ম্যাক নিউজ রিপোর্টে:- কুমিল্লা প্রতিনিধি।]
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নানুয়া দিঘী এলাকা হতে ৩,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট বৃহস্পতিবার রাতে নানুয়া দিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মধ্যম মাঝিগাছা গ্রামের মোঃ তাজুল ইসলাম এর ছেলে মোঃ মিঠু মিয়া (৩২)।
র্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।