[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]


কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুজন খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুইজন হলেন ওই এলাকার আবদুস সাত্তার (৪০) ও খোরশেদ আলম (৩০)। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,শুনেছি সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল,খোরশেদ, মোর্শেদ ও জহির বাধা দিতে যান। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করেন। তখন হাসপাতালে নেয়ার পথে মারা যান খোরশেদ। খবরটি শুনে জয়নালের লোকেরা এসে সাত্তারকে এলোপাতাড়ি পিটুনি দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *