[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লায় ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরেছেন শিক্ষক আলহাজ্ব সৈয়দ মো. আবদুল আউয়াল। সামনে-পেছনে মোটরসাইকেলের শোভাযাত্রা। হাত নাড়িয়ে কুমিল্লা-নোয়াখালী আ লিক মহাসড়ক হয়ে ফিরছেন বাড়ি। তঁাকে বহনকারী গাড়ি দেখে অনেকেই ধারনা করেছিল বরযাত্রী কিংবা কোন রাজনৈতিক নেতার শোডাউন। কিন্তু বৃহস্পতিবার এত সব আয়োজন ছিল জেলার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মো. আবদুল আউয়ালের বিদায় উপলক্ষে।
শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীরা অশ্রু-সিক্ত চোখে তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানালো।