[ম্যাক নিউজ ডেস্ক]
ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি দাউদ ইব্রাহিম কাসকরকে পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।
দাউদ ইব্রাহিম ভারতের রাষ্ট্রসংঘের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’। তিনি একাধিক নাশকতার সঙ্গে যুক্ত। মুম্বাই পুলিশের এক কনস্টেবলের ছেলে এই দাউদ ইব্রাহিমকেই আইএসআইর অতিরিক্ত মহাপরিচালক পদে বসাল পাকিস্তান।
আইএসআইর এক সূত্রের বরাতে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গত কয়েক দশকে আইএসআইর হয়ে অনেক কাজ করেছেন দাউদ ইব্রাহিম। এর স্বীকৃতি স্বরূপ তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৮০-এর দশকের শেষের দিকে তিনি দুবাইয়ে পালিয়ে যান। সেখান থেকেই পাকিস্তানের আইএসআইর সংস্পর্শে আসেন। ১৯৯৩-এর ১২ মার্চ ভারতের মুম্বাইয়ে প্রাণঘাতী সিরিজ বোমা হামলায় আইএসআইকে সহায়তা করেন দাউদ। এ ঘটনার পর তিনি পাকিস্তানের করাচিতে ঘাঁটি গারেন। সেখানে তাকে নিরাপত্তা দেয় আইএসআই।
অভিযোগ রয়েছে, দাউদ ইব্রাহিম পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এবং বিশ্বজুড়ে তাদের সহযোগীদের হয়ে কাজ করেছেন। তিনি আল-কায়েদা, ওসামা বিন লাদেন ও তালেবানের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক চোরাচালানের বিশাল সাম্রাজ্যের সুবিধার্থে সন্ত্রাসী নেটওয়ার্ক ব্যবহার করে আসছেন দাউদ। এ জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে।