[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ১৪ কেজি গাঁজাসহ মোঃ সবুজ মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে আমড়াতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এ সময় সবুজ মিয়াকে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ মিয়া কুমিল্লার কাপ্তান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এ সময় সবুজ মিয়াকে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সবুজ মিয়া দীর্ঘদিন ধরে কুমিল্লায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লায় বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে বলেও জানান ওসি।