[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]

হ্যালো সুপারস্টার অ্যাপ আয়োজিত ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের ঢল নেমেছে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের পর থেকে দর্শকরা আসতে শুরু করেন স্টেডিয়ামে। ধীরে ধীরে চতুর্দিকের গ্যালারি ভরে যায় ফুটবলপ্রেমীদের আনাগোনায়।

ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ।
এর আগে গোলশূন্য ড্র’তে নির্ধারিত সময় শেষ হয় ভারত একাদশ এবং বাংলাদেশ একাদশের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ। প্রথমার্ধে দুর্দান্ত খেলে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে শুরুতে নিয়ন্ত্রণ নেয় ভারত। পরে পাল্টা আক্রমণ করে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ দলের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবার জাহিদ হোসেনের দুর্দান্ত শর্ট গোলবারে লেগে ফেরে। তবে পুরো ম্যাচই বাংলাদেশ একাদশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ।

পরে টাইব্রেকারে বাংলাদেশের দুজন খেলোয়াড় গোল মিস করেন। অপরদিকে ভারত একাদশের চার খেলোয়াড় টাইব্রেকারে শর্ট করেন এবং চারটিতেই সফল হন।

বাংলাদেশ একাদশের সাবেক জাতীয় দলের খেলোয়াড় কাঞ্চন এবং ডালিম দুজনে গোল মিস করেন। অপরদিকে ভারতের খেলোয়াড়রা কেউ গোল মিস না করায় ৪-২ গোলের ব্যবধানে জয় পায় ভারত একাদশ।

পরে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন
সদর আসনের সংসদ সদস্য আ. ক.ম বাহাউদ্দিন বাহার,কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান,পুলিশ সুপার আব্দুল মান্নান।

এসময় বিশেষ সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া রাজ পরিবারের পুত্রা টংকু হারন আরা রাশেদ,রাজ পরিবারে সদস্য নূর সুজানা আব্দুল্লাহ,সংসদ সদস্য আমরা দত্ত,ঢাকা – ২০ আসনের এমপি বেনজীর আহেমদ,জেলা ক্রাড়ী সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমান,সিটি মেয়র আরফানুল হক রিফাত,ভারতীয় সরকারি হাই কমিশনার ড. রাজিব রঞ্জনসহ প্রমুখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *