[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]


কুমিল্লায় ১৫-তম মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।

২৯ অক্টোবর রাতে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে চার দলের জার্সি উন্মোচন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলার স্টাফ করেসপন্ডেন্ট খায়রুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক যায় যায় দিনের সম্পাদক আব্দুল জলিল ভূইয়া।

এ সময় জাতীয় মিডিয়া টিম, স্থানীয় মিডিয়া টিম, মিক্সড মিডিয়া টিম ও ইয়ুথ মিডিয়া টিমের কোচ, ম্যানেজার ও অধিনায়কের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু।

পরে মিক্সড মিডিয়া টিম ও ইয়ুথ মিডিয়া টিমের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৩ ও ৪ নভেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *