[ম্যাক নিউজ ডেস্ক]

সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ১০ দিন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে চায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আমাদের কাছে তিন জন গ্রেপ্তার আছে। এর মধ্যে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ড চাইব। আর আলালকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চাইব।

ডিবি প্রধান বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সারওয়ার্দীর আমরা ১০ দিনের রিমান্ড চাইব।

অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যারা এফআইআরভুক্ত আসামি তাদের দুইটা পথ খোলা আছে। হয় তারা আদালতে হাজির হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করবে। যাদের নামে মামলা আছে, এটা তো আমাদের রুটিন কাজ। যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

ডিবি প্রধান বলেন, আমরা জনগণের সেবা দিই আর সেই পুলিশ সদস্যকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রায় ১০০ এর মতো পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মামলাগুলো যাদের নামে হয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আমাদের পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশের স্থাপনা ভাঙচুর করেছে, সেসব মামলার যারা আসামি তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *