[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার দাউদকান্দি একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি রায়হান(৩৮) দাউদকান্দি পৌরসভার উত্তর নসরুদ্দি ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো মোজাম্মেল হক পিপিএম৷
পুলিশ জানায়,সোমবার( ৬ নভেম্বর) দিবাগত রাত ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রবের বাড়ির গলি থেকে অপরাধ সংঘটিতকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ রায়হানকে গ্রেফতার করে।
এদিকে ধৃত আসামি রায়হানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে মডেল থানায় ডাকাতি,দস্যুতা,মাদকসহ পূর্বের ৭টি মামলা আছে।যা আদালতে বিচারাধীন রয়েছে।