[ম্যাক নিউজ রিপোর্ট:- নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]


কুমিল্লার লালমাইয়ে ঘরের ওপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
নিহতরা হচ্ছেন ধানোরা গ্রামের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির রমিজ উদ্দিনের স্ত্রী মোসা. আনোয়ারা বেগম (৭০)।


লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস জানান, ঘূর্ণিঝড় চলাকালে তাদের ঘরের ওপর গাছ পড়লে ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয় বলে জেনেছি। শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে ইয়াছিন ও ৩টার আনোয়ারার মৃত্যু হয়। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করি। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *