[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]

কুমিল্লা -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির পক্ষে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। কুমিল্লা -৬ ( সিটি করপোরেশনের ও আদর্শ সদর) আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন কুমিল্লা মহানগরী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

গত রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দীর্ঘদিন বিএনপির দখলে থাকা কুমিল্লা-৬ আসনটি উদ্ধার করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। এরপর ২০১৪ সালে ও ২০১৮ সালেও এ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার বিপুল ভোটে বিজয়ী হন। এবারও কুমিল্লার গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এম এইচ মনির
২৭-১১-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *