[ম্যাক নিউজ রিপোর্ট:- আলমগীর কবির কুমিল্লা]

সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ড পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবস্থিত আর্ট নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের সোমবার (১১ ডিসেম্বর ২৩) বিকালে নবীন বরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইকারি এবং বিএসসি ইন নার্সিং কোর্সের ছাত্র ছাত্রীদের ফুলদিয়ে বরন, নার্সিং এর শপথ বাক্য পাঠ ও ক্যাপিং শ্রীমনি শেষে আলোচনা সভা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট নার্সিং কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরিচালক শেখ আব্দুল মান্নান, দৈনিক সমাজ কন্ঠের প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন চাষি, প্রবীণ সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, এবং কুমিল্লা নার্সিং ও মিডওয়াইকারি কলেজের অধ্যক্ষ আকবরী খানম, সিনিয়র নার্সিং ইন্সপেক্টর মনিরুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজ এর অধ্যক্ষ শিউলী আক্তার। সঞ্চালনা করেন অত্র কলেজের উপধ্যক্ষ কামরুল হাসান।

পরবর্তিতে কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী উমা ঘোষ ও পান্না দে মন মাতানো সংগীত পরিবেশন করেন। এছাড়াও শিল্পী পান্না দে এবং উমা ঘোষকে আর্ট নার্সিং কলেজ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *