[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক এক অফিস সহকারী ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন করায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক খাইরুল ইসলাম ভূঁইয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম জানান, আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।