[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]


প্রতীক বরাদ্দের পরই কুমিল্লায় নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সোমবার (১৮ ডিসেম্বর)এমপি বাহার কুমিল্লা শহরতলীর চানপুর ও পাচথুবী ইউনিয়নের শিবের বাজার এলাকায় জনসংযোগ করেন। এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে এলাকার নারী পুরুষের ঢল নামে। নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চানপুর ও শিবের বাজার এলাকা।


এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু,পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাাফি রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এদিকে সোমবার বিকাল ৩ টায় হাজী বাহার এমপি চানপুর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সভায় বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ষোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *