[ম্যাক নিউজ ডেক্স]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ২০ হাজার ৭৭৩ দেশি পর্যবেক্ষক। নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর এই পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার দুই দফায় মোট ৯৬টি দেশি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তাদের বেশ কিছু সংস্থা নামসর্বস্ব ও ভুঁইফোড়।

উল্লেখ্য, ইসিতে নিবন্ধিত না হলে স্থানীয় কোনো প্রতিষ্ঠানের কেউ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন না।

অন্যদিকে এবার জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক মিলিয়ে দুই শতাধিক আবেদন এসেছে ইসিতে। তাঁদের আবেদনের বিষয়ে যাচাই করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ছাড়পত্রের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমতি দেবে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *