[ম্যাক নিউজ রিপোর্ট:-সাকলাইন যেবায়ের কুমিল্লা]
কুমিল্লায় স্কুল ব্যাগে ১৪ গাঁজা কেজি, যুবক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
চলন্ত সিএনজির ভেতরে থাকা দুইটি স্কুল ব্যাগ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় সিএনজিসহ সোহেল রানা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেফতার সোহেল রানা জেলার কোতয়ালী মডেল ধানাধীন অরন্যপুর (পশ্চিম পাড়া) গ্রামের সাহেব আলীর ছেলে।
জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়লাখিলর বালুতোপা-বিবির বাজার বন্দর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় চলন্ত একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে দুইটি স্কুল ব্যাগের ভেতর থাকা ১৪ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে এই মাদকের সাথে জড়িত সোহেল রানাকে গ্রেফতার ও সিএনজিটি জব্দ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রাজেশ বড়ুয়া আরো বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাকলাইন যোবায়ের
কুমিল্লা ২০-১-২০২৪
০১৭১৮৩৭২৬২৬