[ম্যাক নিউজ রিপোর্ট:- আরিফ আজগর কুমিল্লা]
শপথ নিয়ে এলাকায় ফিরে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
শুক্রবার ( ১৯ জানুয়ারি) শুক্রবার তার প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র-অসহায় ও শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে ৭ হাজার ২০০ জনের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির দ্বিতীয় দফা উদ্বোধন করেন। সকাল সাড়ে ৮টায় আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় আড্ডা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০ টি করে মোট ৪৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর পর তিনি সারাদিন বরুড়ার আরও ১০ টি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি উচ্চবিদ্যালয়, ভাউকসার ইউনিয়নের ভাউকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গালিমপুর ইউনিয়নের ঝাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের- শিলমুড়ি ঈদগাহ মাঠ, শিলমুড়ি উত্তর ইউনিয়নের সাহার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর ইউনিয়নের- ভৈশখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগানগর ইউনিয়নের- ইউনিয়ন পরিষদ কার্যালয়, খোশবাস দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়, বরুড়া পৌরসভা- বরুড়া বাজার, ঝলম ইউনিয়ন- ইউনিয়ন পরিষদ কার্যালয় ও চিতড্ডা ইউনিয়ন- চিতড্ডা মাদ্রাসা। এ নিয়ে দুই দফায় বরুড়া উপজেলার সব কটি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ৭ হাজার ২০০ জন শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর গত ১৬ জানুয়ারি তিনি তার নির্বাচনী এলাকায় প্রথম সফর করেন এবং দেশের চলমান শৈত্য প্রবাহের কারণে এলাকার অনেক দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে বিধায় উপজেলার মোট ১৪৪ টি ওয়ার্ডের প্রতিটিতে প্রথম দফায় ৫০ টি করে মোট ৭ হাজার ২০০ টি কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন।