[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]


কুমিল্লা শহরতলী শাসনগাছা এলাকায় সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্র জামিল হাসান অর্নব (২৭) হত্যাকাণ্ডের আরো ৫ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সিপিসি ২।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা কোতয়ালী থানার শাসনগাছা এলাকার মনু মিয়ার ছেলে মোঃ হালিম (৫৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ সজল (৩০), কালু মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক (২৪), রাজ্জাক মিস্ত্রির ছেলে মোঃ বাচ্চু মিয়া (৩৫), চান্দিনার বেলাশ্বর এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ ইব্রাহীম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান জানান, শাসনগাছা লেগুনা ও সিএনজি অটোরিকশাস্ট্যান্ডের দখল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া দফাদার বাড়ি ও মোল্লা বাড়ির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার (১৫ মার্চ) মধ্যমপাড়ার আবুল কাশেমের দলের সঙ্গে মোল্লা বাড়ির ফজলে রাব্বি ও আলাউদ্দিনের দলের সংঘর্ষ এবং গোলাগুলিতে জামিল হাসান @ অর্নব এর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং মোঃ অনিক (২৮), নাজমুল (২৮), মোঃ দিপু (৩৫), নিশু (২২), মোঃ মোহন (২০) ও রিনা (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। এরপর, সোমবার (১৭ মার্চ) র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে অর্নব হত্যাকাণ্ডের ও ৬ জনকে গুলিবিদ্ধ করার মামলার প্রত্যক্ষভাবে জড়িত ০৫ জন চাঞ্চল্যকর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব নিহত হয়। এই ঘটনায় নিহত জামিলের মা ঝর্না আকতার ২৫ জন এজহারনামীয় ও ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *