[ম্যাক নিউজ রিপোর্ট:- সাইফুল ইসলাম।।]
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কুমিল্লা আদর্শ সদরের মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪এপ্রিল) সদরের মাঝিগাছায় বিদ্যালয়টির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান জুড়ে ছিলো প্রতিবারের মেলার আয়োজন, চমৎকার নৃত্যপরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক নাহিদ সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোজাম্মেল হক
চেয়ারম্যান, ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ ও সভাপতি ব্যবস্থাপনা কমিটি, মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়।
শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন করা হয়, পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন
এসময় আরোও উপস্থিত ছিলেন সকল সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় লোকজন।