[ম্যাক নিউজ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক]
???? মাদক পরিবহণ কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ
আমতলী এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১জুন) দিবাগত-রাতে এ অভিযানে পরিচালনা করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চৌদ্দগ্রাম ঘোষতল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে
মোঃ ফারুক (৩২), ময়মনসিংহ খামারগাও গ্রামের মোঃ চান মিয়া এর ছেলে মোঃ ফাহিম (২১)। এ সময় ৪৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ময়মনসিংহ এবং কুমিল্লার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।