[ম্যাক নিউজ রিপোর্টে:-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১১ টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার ৫নং পাঁচথুবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডুমুরিয়া চাঁনপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর থেকে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মামুন মিয়া (৫২), পিতা-আইয়ুব আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-ডুমুরিয়া চাঁনপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এবং মোঃ সুজন মিয়া (৩৩), পিতা-মৃত ফারজুল মিয়া, মাতা-মৃত মদিনা খাতুন, সাং-কুচোরী, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ।
ডিবি পুলিশ সূত্র অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, এসপি আবদুল মান্নান মহোদয়ের নির্দেশে এধরণের অভিযান চলমান থাকবে।