[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার দেবিদ্বারে শালিসি বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষে সিদ্দিক (৪০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার খবরে গত ৫ আগস্ট স্থানীয় ৭নং ইউপি সদস্য আমিনুল ইসলামের অফিস ভাঙ্গচুর করে সাবেক ইউপি সদস্য এরশাদের লোকজন। এ ঘটনায় শুক্রবার সকালে শালিসি বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারও সংঘর্ষ বাঁধে। এসময় সাবেক ইউপি সদস্য এরশাদের সমর্থক সিদ্দিক নামের একজন নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া বলেন, গুরুতর আহত ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সিদ্দিক নামের একজন মারা যায়। সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম সেখানে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।