[ম্যাক নিউজ ডেস্ক]

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছেন সোহেল তাজ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফেসবুকে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। নিজের ব্যক্তিগত পেজে দেওয়া ওই পোস্টে পিলখানায় নিহত সেনা সদস্যদের ছবি জুড়ে দিয়েছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

ছবির বর্ণনায় তিনি লিখেছে, ‘সত্য বলার সময় এসেছে- সত্যিই হচ্ছে সবচেয়ে বড় শক্তিI’

‘একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢালI আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশে বলব- এই কাজটা ঠিক না I’ 

‘আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম

আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলামI আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাইI ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাইI’

‘বিঃদ্রঃ আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কি না তাদের উদ্দেশে বলব ‘ডোন্ট ওরি’ এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসব না- আপনারাই যথেষ্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *