[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

কুমিল্লায় ভবন নির্মাণ সামগ্রীর সেবা পৌছে দেয়ার প্রত্যয়ে শহরতলীর দৌলতপুর ইনসাফ গার্ডেন সিটি এলাকায় যাত্রা শুরু করল ইনসাফ কনস্ট্রাকশন।

শনিবার ফিতা কেটে ইনসাফ কনস্ট্রাকশন ভবন নির্মাণ সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, ইনসাফ গার্ডেন সিটির চেয়ারম্যান অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন।

দৌলতপুর তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইনসাফ গার্ডেন সিটির চেয়ারম্যান অধ্যাপক একেএম এমদাদুল হক মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক নুরুল হুদা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগি অধ্যাপক মাছুম মিল্লাত, ইনসাফ গার্ডেন সিটি কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, কুমিল্লা বারের সাবেক সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ইনসাফ গার্ডেন সিটির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, পরিচালক সদস্য মাজহারুল হক তপু, মুজিবুর রহমান সরকার ও অধ্যাপক রুহুল আমিন, আবুল খায়ের স্টীলের জোনাল ম্যানেজার জহির আহমদ, ক্রাউন সিমেন্টের জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম ও ইঞ্চি সিমেন্টের জোনাল ম্যানেজার নূর মোহাম্মদ প্রমুখ।

পরে ইনসাফ গার্ডেন সিটির ইনসাফ কনস্ট্রাকশনের সার্বিক সফলতা, দেশ ও জাতির মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *