[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা নগরীর মর্ডান স্কুলে সামাজিক ও মানবিক সংগঠন গোল্ডেন জেনজি কুমিল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় মর্ডান স্কুলের অডিটেরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
হৃদয় খানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান স্কুলের প্রধান শিক্ষিকা মোঃ সাইয়েদা রোকেয়া বেগম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ; ইংরেজি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, শারীরিক শিক্ষা শিক্ষক মোসাঃ সাফিয়া বেগম সেলি, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ বাহার রায়হান, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ সাফী সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন ; আমরা তোমাদের কারণেই স্বাধীনতা ফিরে পেয়েছি। আমাদের বিশ্বাস তোমরা সত্যকে, সত্য। মিথ্যাকে মিথ্যা বলবে। সৎ কাজ করবে অসৎ কাজে প্রতিরোধ গড়ে তুলবে। তোমাদের মানবিক কাজগুলো আমাদের বিস্মিত করে। দোয়া করি এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি।
গোল্ডেন জেনজি কুমিল্লার প্রেসিডেন্ট বলেন ; আমরা সামাজিক সকল কাজে অবদান রাখব ইনশাআল্লাহ” বন্যার্তদের পাশে ছিলাম পূর্ণভাসনেও আমরা থাকব। কুমিল্লার পূজা মন্ডবগুলো আমরাই রক্ষণাবেক্ষণ করব। আমাদেরকে সকলে সার্বিক সহযোগীতা করবেন।